মাসের শেষে কত টাকা বেতন পান পঞ্চায়েত সদস্যরা? জেলা পরিষদ থেকে পঞ্চায়েত প্রধান কার বেতন কত?

মাসের শেষে কত টাকা বেতন পান পঞ্চায়েত সদস্যরা? জেলা পরিষদ থেকে পঞ্চায়েত প্রধান কার বেতন কত?

দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। জমা পড়ে গিয়েছে নমিনেশন পত্র। আর এই নিয়ে বাংলার দিকে দিকে সন্ত্রাসের ছবি উঠে এসেছে কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে। দল বদল থেকে শুরু করে গোষ্ঠী কোন্দল, কোন কিছুই বাদ যায়নি। এখন প্রশ্ন হল, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য হওয়ার জন্য টিকিট নিয়ে কেন এত মারামারি? কোন মধু লুকিয়ে রয়েছে? কত টাকা বেতন পান পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা পরিষদ সদস্যরা?

তার আগে আপনাদের অবগত করে রাখি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তরীয় স্তরে মোট ৪৮৬৪৯ জন গ্রাম পঞ্চায়েত সদস্য, ৯২১৭ জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য ৮২৫ জন রয়েছেন। এই সকল নির্বাচিত পদাধিকারীদের বেতন কাঠামো বদল করা হয়। বদল করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বলেছিলেন, ‘’আমরা সবাই পঞ্চায়েত সদস্যদের দোষগুণ দেখি এক বারও ভাবি না, তাঁরা কী ভাবে চলেন! অফিস যেতেও তো খরচ হয়। তাই এই দিকটা একটু ভাবা উচিত।’’

যেমন ভাবা তেমন কাজ। 2019 সালেই বেতন বৃদ্ধি করা হয় জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, কর্মাধ্যক্ষ, অধ্যক্ষ-উপাধ্যক্ষ, সাধারণ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, কর্মাধ্যক্ষ, সাধারণ সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, উপ সমিতির সঞ্চালক ও সাধারণ সদস্য সবস্তরের পদাধিকারীদের। কিন্তু কত টাকা সাম্মানিক বাড়ানো হয়েছে? নতুন বেতন কাঠামো অনুযায়ী… 

  • জেলা পরিষদ: 

জেলা পরিষদের সদস্যরা পান ৯০০০ টাকা। আগে ছিল ৬ হাজার ৬০০ টাকা। 

সহকারি সভাধিপতিদের বেতন ৮ হাজার টাকা। আগে ছিল ৫ হাজার টাকা৷

কর্মাধ‍্যক্ষদের বেতন ৭ হাজার টাকা। আগে ছিল ৪ হাজার টাকা৷ 

জেলা পরিষদের সাধারণ সদস্যদের বেতন ৫ হাজার টাকা। আগে ছিল ১৫০০ টাকা৷

  • পঞ্চায়েত সমিতি:

পঞ্চায়েত সমিতির সভাপতিদের বেতন ৬০০০ টাকা। আগে ছিল ৩৫০০  টাকা৷ 

সহ-সভাপতিদের বেতন ৫৫০০ টাকা। আগে ছিল ৩০০০ টাকা৷ 

কর্মাধ‍্যক্ষদের বেতন ৫০০০ টাকা। আগে ছিল ২৫০০ টাকা। 

সাধারণ সদস্যরা এখন ভাতা পান ৩০০০ টাকা। আগে ছিল ১৫০০ টাকা৷

গ্রামসভার প্রধানদের ভাতা ৫০০০ টাকা৷ আগে ছিল ৩০০০ টাকা। 

উপপ্রধানদের ভাতা ৪০০০ টাকা। আগে ছিল ২০০০  টাকা৷ 

উপসমিতির সঞ্চালকদের ভাতা ৩৮০০ টাকা। আগে ছিল ১৮০০ টাকা।

সাধারণ সদস্যদের ভাতা ৩০০০ টাকা৷ আগে ছিল ১৫০০ টাকা। 

২০১৯ সালে এই সকল পদের বেতন বৃদ্ধি করা হয়। তবে বেতন বৃদ্ধি করা হলেও তা একেবারেই নামমাত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাম মাত্র বেতনেও কীভাবে ফুলেফেঁপে ওঠেন পঞ্চায়েত নেতারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 2 =