বেড়াতে গেলে নগদ কত সঙ্গে রাখবেন? বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

বেড়াতে গেলে নগদ কত সঙ্গে রাখবেন? বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

traveling

নয়াদিল্লি: বেড়াতে গেলে নগদ কত টাকা সঙ্গে রাখতে পারবেন আপনি? বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

অবাধ এবং স্বচ্ছ নির্বাচন করাতে একের পর এক পদক্ষেপ করছে ইসি। নিয়মিত চলছে হিসাব-বহির্ভূত নগদ উদ্ধার। কিন্তু, এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, বৈধ নথি থাকলে পর্যটকদের কাছ থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করা যাবে না। পর্যটকদের অসুবিধার কথা মাথায় রেখেই এমন নির্দেশ দিল ইসি। একইসঙ্গে নগদ বাজেয়াপ্ত সংক্রান্ত বিষয়ে কোনও পর্যটক অসুবিধায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিককে বিষয়টি নিষ্পত্তি করতে হবে বলেও নির্দেশ নির্বাচন কমিশনের। আর, লোকসভা ভোটের প্রার্থীরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা নিজেদের সঙ্গে রাখতে পারবেন। 

উল্লেখ্য, বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। সন্দেহ হলে সেই টাকা বাজেয়াপ্তও করা হচ্ছে। অভিযোগ, এতে অনেক সময়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পর্যটকদের। ঘোরার জন্য কাছে রাখা টাকাও মাঝেমধ্যেই চেকিংয়ের সময়ে বাজেয়াপ্ত হচ্ছে। তাই, পর্যটকদের কাছ থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করার ক্ষেত্রে কমিশন এই নির্দেশিকা জারি করল। শুধু তাই নয়, নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্যেও ‘সিভিজিল’ নামের একটি অ্যাপ চালু করেছে কমিশন। সেই অ্যাপে কেউ কোনও অভিযোগ জানালে কমিশন ১০০ মিনিটের মধ্যে তাঁর সমস্যার সমাধানের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eight =