উলুবেড়িয়ার বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ লক্ষ টাকা! ব্যাপারটা কী?

উলুবেড়িয়ার বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ লক্ষ টাকা! ব্যাপারটা কী?

কলকাতা: হাওড়ার উলুবেড়িয়ায় কুলগাছিয়ায় রয়েছে অঙ্কিত ইন্ডিয়া রাইস মিল। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি-র তদন্তে উঠে এসেছে এই রাইস মিলের নাম৷  গত শনিবার থেকে সেখানে টানা ২৬ ঘণ্টা তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও টাকার পাহাড় উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা৷ রেশন দুর্নীতিকাণ্ডে ইডির নজরে রয়েছেন মিল মালিক দীপেশ ও হিতেশ চন্দক৷ ইডি-র দাবি, অঙ্কিত ইন্ডিয়ার দুই ডিরেক্টর দীপেশ ও হিতেশ চন্দককে বিহারের পশু খাদ্য মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিলেন৷ পরে রাজসাক্ষী হন তাঁরা এবং এই মামলা থেকে অব্যাহতি পান৷ তাঁদের রাইস মিলে হানা দিয়ে প্রচুর তথ্য উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর।

এরই মধ্যে এলাকাবাসীর কাছ থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। উলুবেড়িয়া-২ ব্লকের প্রায় ৫ থেকে ৬টি গ্রামের বাসিন্দারা সোচ্চার হয়েছেন চন্দকদের বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন এজেন্ট মারফত গ্রামের সাধারণ মানুষের তথ্য নিয়ে তাঁদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলানো হতো। অভিযোগ, গ্রামবাসীদের নামে খোলা সেইসব অ্যাকাউন্টে ঢুকত ধান বিক্রির টাকা৷ কারও অ্যাকাউন্টে ২০ হাজার, কারও ৫০ হাজার, কারও অ্যাকাউন্টে এর চেয়েও বেশি।  বিনিময়ে জমি না থাকা সত্ত্বেও, ধান চাষ না করেও প্রতি বছর বিভিন্ন এজেন্ট মারফত সামান্য কিছু টাকা হলেও পেতেন গ্রামবাসীরা। অভিযোগ, অঙ্কিত রাইস মিলের প্রতিনিধিরা এসে গ্রামবাসীদের নানাভাবে প্রলোভন দেখাত। এজেন্টরা এসে বোঝাত, ব্যাঙ্কের পাশবই থাকলেই টাকা মিলবে৷ পরে তাঁরা বুঝতে পারেন, এই টাকা সৎ পথের টাকা নয়৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *