কলকাতা: ধনকড় জমানার মতোই বঙ্গে ফের তৈরি হয়েছে রাজ্য-রাজভবন সংঘাত৷ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। সেই আবহেই মানবিক নবান্ন৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমস্যা হচ্ছে, জানতে পেরেই পদক্ষেপ করল নীল-সাদা বাড়ি৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ঘুমতে পারছেন না রাজ্যপাল৷ তাঁর শোওয়ার ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল৷ ঠাণ্ডা হাওয়ার বদলে হু হু করে বেরচ্ছে গরম হাওয়া৷ এ রাজ্যে রাজভবনে সেই ব্রিটিশ আমল তৈরি৷ বড় বড় জানালা, দরজা৷ সব বন্ধ করে এসি চালিয়ে দেন কর্মীরা। তাতেও ঘর ঠান্ডা হয় না। একে তাপমাত্রা, তার উপর আর্দ্রতার অস্বস্তি৷ রাজভবন সূত্রে জানা গিয়েছে, ঘরের মধ্যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ায় রাতে ভালো করে ঘুমোতেই পারছেন না রাজ্যপাল। বিষয়টি কানে আসতেই তৎপর পূর্তদফতর। তড়িঘড়ি নবান্ন জানাল, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বেড রুম শীতল করতে যে আকারের এসির প্রয়োজন, সেরকমই নতুন যন্ত্র বসানো হবে।
রাজভবনের কর্মীরা প্রথমে মনে করেছিলেন, সম্ভবত পুরনো হয়ে যাওয়া বাতানুকূল যন্ত্রের গ্যাস শেষ হয়ে গিয়েছে। তাই নতুন করে গ্যাস ভরে দেন। কিন্তু তারপরও ঘর ঠান্ডা হয়নি। অগত্যা মেকানিক ডেকে এসি মেশিন সারানোর চেষ্টা শুরু হয়। কিন্তু তাতেও লাভ হল না। এদিকে, রাজভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে রাজ্যের পূর্তদফতরের উপর। দফতরের ইঞ্জিনিয়ারদের গোটা বিষয়টি জানানো হয়। এর পরেই বোসের বেডরুম থেকে পুরনো এসি খুলে নতুন এসি লাগানোর নির্দেশ দেয় নবান্ন। এ প্রসঙ্গে অবশ্য রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>