আর মাত্র ২৪ ঘণ্টা! ফুরোবে হাসপাতালের অক্সিজেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগে WHO

আর মাত্র ২৪ ঘণ্টা! ফুরোবে হাসপাতালের অক্সিজেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগে WHO

মস্কো: রুশ আক্রমণে দিশেহারা ইউক্রেন। একের পর এক শহরের দখল নিয়ে কিয়েভের ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলছে পুতিন বাহিনী। অন্যদিকে সাধ্যমতো জবাব দিয়ে চলেছে ইউক্রেন সেনা। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত ইউক্রেনের সাধারণ মানুষ৷ ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা৷ হাসপাতালগুলোতে ক্রমেই ফুরচ্ছে অক্সিজেন সরবরাহ৷ হাতে আর মাত্র ২৪ ঘণ্টা৷ এমতাবস্থায় সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ অক্সিজেনের অভাবে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ ব্যক্তিদের জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে বলে জানাল হু৷ 

আরও পড়ুন- 

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, গত এক মাস ধরে ইউক্রেনে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷  পাশাপাশি অন্যান্য দুরারোগ্য ব্যাধি তো রয়েইছে। গুরুতর অসুস্থ সেই সকল রোগীদের জন্য অপরিহার্য মেডিক্যাল অক্সিজেন৷ কিন্তু গত পাঁচ দিন ধরে রাশিয়ার লাগাতার আক্রমণে ইউক্রেন বিপর্যস্ত। যুদ্ধ বিধ্বস্ত পথ দিয়ে প্লান্ট থেকে হাসপাতালে পৌঁছতে পারছে না অক্সিজেন সরবরাহকারী ট্রাকগুলি। মেডিক্যাল অক্সিজেন সরবরাহের সমস্ত পথ একপ্রকারে বন্ধ। যা নিয়ে চিন্তায় হু৷ 

এই মুহূর্তে ইউক্রেনের হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ হাজার কোভিড রোগী৷ পাশপাশি অন্যান্য রোগে আক্রান্ত এবং রুশ হানাদারদের আক্রমণে আহত সেনাসদস্যরাও হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে৷ অথচ চাহিদা অনুপাতে অক্সিজেন আসছে না হাসপাতালে৷ সমস্যা সমাধানে প্রতিবেশি পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনে মেডিক্যাল অক্সিজেন সরবরাহের চেষ্টা চালাচ্ছে হু৷ পাশাপাশি বিদ্যুৎ ও পানীয় জল নিয়েও সমস্যায় রয়েছে ইউক্রেন৷  
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + four =