হুগলি জেলা প্রাথমিকের চেয়ারম্যানকে ৫০ হাজার টাকার জরিমানা করল হাই কোর্ট

হুগলি জেলা প্রাথমিকের চেয়ারম্যানকে ৫০ হাজার টাকার জরিমানা করল হাই কোর্ট

hooghly district

কলকাতা: হুগলি জেলা প্রাথমিকের চেয়ারম্যানকে ৫০ হাজার টাকার জরিমানা করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিন আদালতে সশরীরেই হাজির হয়েছিলেন DPSC চেয়ারম্যান৷ তাঁর বিরুদ্ধে কাজে গাফিলতি দেওয়ার অভিযোগ রয়েছে৷ হাই কোর্ট তাঁকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ, সরকারি খাত থেকে নয়, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এই জরিমানার টাকা দিতে হবে চেয়ারম্যানকে৷ 

এদিন ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, গত ৭ বছর ধরে আপনি মুখ খোলেননি কেন? আপনার ভূমিকা ঠিক কি ছিল? আপনার যা যা করার, তার কিছুই করেননি৷ আপনি কি মনে করেন কেউ কখনও কিছু জানতে পারবে না? প্রসঙ্গত, হুগলি জেলার ৬৬ জন চাকুরী প্রার্থী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। তাঁরা প্রত্যেকেই সরকারের থেকে স্টাইপেন পান। তাঁরা ৮৩ সালের সিলেকশন। প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকরী চাকরিপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 15 =