করোনা প্রতিষেধক বলে ১৫০০ বস্তিবাসীকে খাওয়ানো হল ওষুধ!

করোনা প্রতিষেধক বলে ১৫০০ বস্তিবাসীকে খাওয়ানো হল ওষুধ!

আসানসোল: এখনও আবিষ্কার হয়নি নোবেল করনা ভাইরাসের প্রতিষেধক! কিন্তু করোনা প্রতিষেধক দাবি করে আসানসোলে দেড় হাজার বাসিন্দাকে খাওয়ানো হল ওষুধ৷ করনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে গ্রামে শিবির করে খাওয়ানো হলো হোমিওপ্যাথি ওষুধ৷ শিবির করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক৷

আসানসোলের হীরাপুর থানায় আজ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয়৷ দাবি করা হয়, এই ওষুধ খেলে করোনার মতো রোগ প্রতিরোধ করা যাবে৷ প্রকিষেধক হিসেবে কাজ করবে এই ওষুধ৷ স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আজ বিভিন্ন বস্তি এলাকার প্রায় দেড় হাজার বাসিন্দাকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয়৷ তিন জন হোমিওপ্যাথি চিকিৎসক আনিয়ে দেওয়া হয় ওষুধ৷ চিকিৎসকদের দাবি, তাঁরা যে ওষুধ দিচ্ছেন তাতে যেকোনও ধরনের ভাইরাল মোকাবিলা করা যায়৷ যদিও, হোমিওপ্যাথি চিকিৎসায় এমন বহু ওষুধ আছে, যা  ভাইরাস সংক্রান্ত রোগ প্রতিহত করা যায়৷

চিকিৎসকদের দাবি, শরীরে ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হোমিওপ্যাথি ওষুধ৷ এই হোমিপাতি ওষুধ  বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ শরীরে দানা বাঁধতে দেয় না। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন বস্তির বাসিন্দারা ওই শিবিরে প্রতিশোধ নিতে অংশ নেন৷ মুহূর্তের মধ্যে প্রায় দেড় হাজার মানুষকে খাওয়ানো হয় ওষুধ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ এই ওষুধ দেওয়ার জন্য কোনও অনুমতি আছে কিনা তা জানতে চাওয়া হয়৷ কোনও অনুমতি না থাকায় শিবির বন্ধ করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =