দাদা আমার চেম্বারে চলে আসুন, সৌগতকে নয়া প্রস্তাব অমিত শাহের

দাদা আমার চেম্বারে চলে আসুন, সৌগতকে নয়া প্রস্তাব অমিত শাহের

নয়াদিল্লি: সংসদে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন ও দিল্লিজুড়ে ঘটে যাওয়া হিংসার পরিপ্রেক্ষিতে নিজের জবাব দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দীর্ঘ ভাষণে দিল্লি পুলিশকে প্রশংসার পাশাপাশি সংসদে নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ একইসঙ্গে তৃণমূল শিবির থেকে উঠে আসা প্রশ্নের জবাবে সৌগত রায়কে নিজের চেম্বারে আমন্ত্রণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

সংসদে দীর্ঘ ভাষণে নাগরিকত্বের প্রসঙ্গে তোলেন  অমিত সাহা৷ জানান, নাগরিকত্ব আইন নাগরিকত্ব কেড়ে নেবে না. শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে৷ এই নিয়ে অসত্য তথ্য দেওয়া হচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য শুনে প্রতিবাদ করেন সৌগত রায়৷ শরণার্থীদের প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ প্রশ্ন শুনে সৌগতবাবুকে থামিয়ে অমিত সাহা বলতে শুরু করেন, আমি আপনার প্রশ্নের জবাব দেব৷ আমি গোটা সংসদকে জানাতে চাইছি, বিশেষ করে দাদাকে, আমার চেম্বারে আসুন৷ আমি সব কিছুর জবাব দেওয়ার জন্য প্রস্তুত৷ আমি আপনার জবাব দেওয়ার জন্য বাধ্য৷ আমার এটা সাংবিধানিক দায়বদ্ধতা৷ আমি জবাব দেওয়ার জন্য তৈরি৷

এরপর অমিত সাহা বলেন, দাদা যে সমস্ত শরণার্থী দেশে এসেছেন দেশে, সে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত৷ নাগরিকত্ব বিষয়ে ধর্মের কথা এই প্রথম উল্লেখ করা হয়েছে তা নয়৷ কংগ্রেসের আমলে সবথেকে বেশি হয়েছে৷ আমার কাছে তথ্য আছে৷ সংসদেও এই বিষয়ে আমি দিতে চাই৷ কারণ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দেশ৷ আমি এখনও বলছি, আপনারা কী করে বলছেন ধর্মের ভিত্তিতে আইন হয়েছে, দেশে এই প্রথম৷ কংগ্রেসের আমলে একাধিকবার ধর্মের ভিত্তিতে  আইন করা হয়েছে৷ আমরা করলে ক্ষতি কী?  আমি এখনও বলছি এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেবে না৷

এদিন সাংসদ সৌগত রায়কে সরাসরি অমিত সাহা বলেন, ২৪ ফেব্রুয়ারি আগে নাগরিকত্ব আইনের প্রতিবাদে থেকেও বেশি আইনের সমর্থন এসেছে৷ গোটা দেশজুড়ে সমর্থন পেয়েছে৷ আপনার নির্বাচনী এলাকাতেও এর সমর্থন হয়েছে৷ কিন্তু আমরা চোখ, কান, সব বন্ধ রেখে দিয়েছি৷ চোখ-কান বন্ধ থাকলে কি করে দেখব বলুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =