কড়া পদক্ষেপ নয়! ত্রিপল চুরি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশু মান্নাকে রক্ষাকবচ হাইকোর্টের

কড়া পদক্ষেপ নয়! ত্রিপল চুরি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশু মান্নাকে রক্ষাকবচ হাইকোর্টের

কাঁথি: কাঁথি পুরসভার ত্রিপল চুরি মামলায় অভিুক্ত শুভেন্দু ঘনিষ্ট হিমাংশু মান্নাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, তাঁর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবেন না পুলিশ। সেই সঙ্গে শুক্রবার বেলা ১১ টায় তদন্তকারী অফিসারের কাছে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে৷ বলা হয়েছে, অফিসাররা ডাকলেই মামলায় সাহায্য করতে হবে। কোনও ভাবে হিমাংশু তদন্তে সহযোগিতা না করলে তৎক্ষণাৎ আদালতকে জানাতে হবে। আদালত দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে৷  

আরও পড়ুন- রাত বাড়লেই আতঙ্ক গ্রাস করে জগৎবল্লভপুরে! ক্ষোভ পুলিশের ভূমিকায়!

কাঁথি থানার ত্রিপল চুরি ছাড়াও ভুয়ো নিয়োগের অভিযোগ রয়েছে হিমাংশুর বিরুদ্ধে।ত্রিপল চুরির ঘটনায় হিমাংশুর বিরুদ্ধে জামিন অযোগ্য বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মে কাঁথি পুরসভার ডরমিটরি থেকে বেশকিছু ত্রিপল চুরি যায়। এনিয়ে  ১ জুন এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়৷  অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী এবং তাঁদের ঘনিষ্ঠ হিমাংশু মান্নার বিরুদ্ধে। ১ জুলাই তাঁরা ভার্চুয়ারি আত্মসমর্পণ করার আবেদন করেছিলেন৷ তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।

আরও পড়ুন- বিজেপি নেতাদের নরকের কীটের সঙ্গে তুলনা করলেন কুণাল

এর আগে কাঁথি ত্রিপল চুরি মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী ও  সৌমেন্দু অধিকারী কাঁথি থানার এফআইআর খারিজ চেয়ে মামলা করেছিলেন৷ মামলার প্পাথমিক পর্যবেক্ষণে বিতারপতি জানিয়েছিলেন, “ত্রিপল চুরি করার উদ্দেশে জোর করে পুরসভার স্টোর রুমে ঢোকার কোনও প্রমাণ নেই। বৃহত্তর ষড়যন্ত্রে আদৌ যুক্ত কিনা সেটাই আদালতের অন্যতম বিচার্য৷’’ 

এদিকে, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হিমাংশু৷ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজের দাবিও জানান তিনি৷ অন্যদিকে, পুলিশ জানায় তদন্তে কোনও সাহায্য করেননি হিমাংশু৷ এর পরেই আজকের রায় আদালতের৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =