jawan
কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন৷ তারপরই শুরু দেবীপক্ষ৷ মহালয়ার দিন থেকেই শহরে নামে মানুষের ঢল৷ প্যান্ডেল হপিং তো বটেই, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে৷ সব মিলিয়ে শহরে ভিড়ের গুঁতোয় নাজেহাল অবস্থা হবে ৷ আর গাড়ির সংখ্যা বাড়লে বাড়বে যানজট৷ এদিকে, হাওয়া অফিস জানাচ্ছে, শারদ উৎসবের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক, নিরাপদে শ্রেষ্ঠ উৎসব পালন করতে শহরের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ফেলল কলকাতা পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে চলবে বাড়তি নজরদারি৷ (jawan)
গোটা কর্মকাণ্ড সুষ্ঠভাবে পরিচালনা করতে পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। থানাগুলির সঙ্গেও কথা হয়েছে নগরপালের৷ শহরে অতিরিক্ত মানুষ ঢুকলে বিপদের আশঙ্কা একটা থাকেই। সে সব আন্দাজ করে আগেভাগেই বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। এই বিষয়ে শুক্রবার বৈঠকের পর বিনীত গোয়েল বলেন, ‘‘দুর্গাপুজোতে কলকাতা পুলিশ জনসাধারণের উপর সম্পূর্ণ নজরদারি চালাবে। আগেও এমনটা করা হয়েছে। চলতি বছর আবার বিশ্বকাপও রয়েছে। আমরা তার জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছি। তাই নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা থাকবে। কোনও চিন্তার প্রয়োজন নেই।’
শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। এই বছর দুর্গাপুজোয় শহরজুড়ে আরও বেশি করে ফেস রেকগনিশন ক্যামেরা বসানো হচ্ছে। এই ধরনের ক্যামেরায় থাকে ডেটা বেস৷ যার সাহায্যে কোনও ব্যক্তিকে শনাক্ত করার কাজটা সহজ হয়ে যায়। সেখানে তথ্য মজুত রাখা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আরও বেশ কিছু নতুন প্রযুক্তির সাহায্য নিতে পারে পুলিশ৷ তেমনটাই সূত্রের খবর৷