এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট, অধীরের আবেদন খারিজ হাই কোর্টে

এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট, অধীরের আবেদন খারিজ হাই কোর্টে

 কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দফা বৃদ্ধির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ বুধবার তাঁর সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷  আদালতের নির্দেশ, শনিবার এক দফাতেই গ্রাম বাংলায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের দফা বাড়ানো হবে না। 

পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে আদালতের পর্যবেক্ষণ, সুষ্ঠ ভাবে ভোটের আয়োজন করতে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধি করার কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করছে না আদালত। সেই নিরুখে অধীরের আবেদনটিও গুরুত্বহীন৷ 

পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আবেদন জানিয়ে সোমবারই উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ভোটের দফা বাড়ানোর দাবিতে বেশ কিছু যুক্তিও আদালতের সামনে খাড়া করেছিলেন তাঁর আইনজীবী৷ অধীরের আগে একই দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিও। আইএসএফ নেতার যুক্তি ছিল, পঞ্চায়েত নির্বাচনে আদালতের নির্দেশ মতো পর্যাপ্ত বাহিনী আনা হোক৷ অথবা পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধির নির্দেশ দেওয়া হোক। কারণ গত দশ বছরে রাজ্যে জেলার সংখ্যা, ভোটার এবং বুথের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ অধীরের আইনজীবীও খানিকটা এমনই যুক্তি দর্শিয়েছিলেন।

অধীরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় হাই কোর্টে বলেন, ‘‘পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি দিনই অশান্তি হচ্ছে। গুলি চলছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসেনি। ফলে তৃণমূল স্তরে বাহিনী পৌঁছতে পারছে না। তাই যদি এই বাহিনী দিয়েই ভোট করাতে হয়, তবে একাধিক দফাতে ভোটগ্রহণ হোক।’’ তবে এদিন সেই যুক্তি খারিজ করে দেয় আদালত৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =