রাতে জয় ৬ ভোটে, সকালে হারলেন কংগ্রেস প্রার্থীর! গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ চাইল হাই কোর্ট

রাতে জয় ৬ ভোটে, সকালে হারলেন কংগ্রেস প্রার্থীর! গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ চাইল হাই কোর্ট

কলকাতা: রাতে জিতেছিলেন ছয় ভোটে৷ সকালে হারলেন ১০৫ ভোটে৷ এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পুরুলিয়ার ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনের কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো৷ তাঁর অভিযোগের ভিত্তিতে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাসের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই কংগ্রেস প্রার্থী। ওই দিন দ্বিতীয়ার্ধে মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে৷

কংগ্রেস প্রার্থীর আইনজীবী কৌস্তুভ বাগচি আদালতকে জানান, ‘‘বিচারপতি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অর্থাৎ বিডিও এবং গণনা কক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সেই সঙ্গে গণনার দিন অর্থাৎ ১১ ই জুলাই রাত ১১ টা থেকে পরের দিন ১২ ই জুলাই দুপুর ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট গণনা কক্ষের সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।’’ এই মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই।

কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো বলেন, ‘‘গণনার দিন রাতে ঘোষণা করা হয় আমি ছয় ভোটে জিতেছি। এরপর হঠাৎ ভোরে আমাকে জানানো হয় ওই আসনে ফের গণনা হবে। কারণ জানতে চাইলে বিডিও কিছু বলতে চাননি। গণনা কক্ষের আধিকারিকরা ফের গণনা করতে রাজি না হওয়ায় বিডিও নিজেই গণনার কাজ করেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে গণনা কেন্দ্র থেকে চলে আসি। পরে সকালে শংসাপত্র নিতে গেলে আমাকে জানানো হয় ওই আসনে তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছেন। ১০৫ ভোটে আমি হেরে গিয়েছি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =