high court
কলকাতা: সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে উত্তাল সন্দশখালি৷ কিন্তু তিনি বেপাত্তা৷ নাগাল পাচ্ছা না পুলি৷ তবে শাহজাহানকে গ্রেফতারে আর কোনও বাধা নেই। সোমবার সে কথা জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সেই সঙ্গে প্রধান বিচারপতির নির্দেশ শেখ শাহজাহানকে সন্দেশখালি মামলায় যুক্ত করতে হবে৷ পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে তাঁকে এই মামলায় যুক্ত করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি জানান, ইডির মামলায় সিট গঠনে স্থগিতাদেশ ছিল। কিন্তু পুলিশের গ্রেফতারিতে কোনও বাধা নেই।
প্রসঙ্গত, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে গ্রেফতার প্রসঙ্গে এর আগে বলেছিলেন, “শেখ শাহজাহানকে কোনও ভাবেই তৃণমূল কংগ্রেস গার্ড করছে না। এ বিষয়ে কোনও সংশয় রাখবেন না৷ শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে থাকে, তবে সেটা জুডিশিয়ারি বিভাগ। চাইলে আমার কথা রেকর্ড করে রাখতে পারেন। যাতে প্রতিদিন সন্দেশখালি খবরের শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালিতে আগুন জ্বলে, জুডিশিয়ারি স্টেট তুলে দিক, তাহলে যদি কেউ গ্রেফতার করতে না পারে, তখন সে এসে আমাকে বলুক। হাত পা বেঁধে রেখেছে হাই কোর্ট।