কোনও সহানুভূতি নেই! শাহজাহানের আইনজীবীকে সাফ জানালেন প্রধান বিচারপতি

কোনও সহানুভূতি নেই! শাহজাহানের আইনজীবীকে সাফ জানালেন প্রধান বিচারপতি

shahjahan

কলকাতা: ৫৫ দিন পর অবশেষে গ্রেফতার শাজাহান শেখ৷ বৃহস্পতিবার মহকুমা আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়৷ এর পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। নিম্ন আদালতে পেন্ডিং জামিনের আবেদন নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানাতে চান শাজাহান৷ সেই জন্য স্বতঃপ্রণোদিত মামলায় যুক্ত হতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানান শেখ শাহজানের আইনজীবী বিশ্বজিৎ বিশ্বজিৎ মুখোপাধ্যায়৷ কিন্তু, এই আর্জি শুনে শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির বলেন, ‘‘আগামী ১০ বছর আমরা আপনাকে ব্যস্ত রাখব। আপনি ভালো করে একটি লিগাল টিম তৈরি করুন৷ কারণ আগামী দশ বছর আপনাকে আর অন্য কোনও কাজ করতে হবে না৷ এই মামলা চালতে থাকবে।’’ প্রধান বিচারপতি এও বলেন যে, ওই ব্যাক্তির প্রতি আদালতের কোনও সহানুভূতি নেই৷ সেই সঙ্গে এই মামলার দ্রুত শুনানির আর্জিও খারিজ করে দেন তিনি৷  বেঞ্চ স্পষ্ট বলে,আমাদের আরও অনেক কাজ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =