কলকাতা: রাস উৎসবেও করোনার কাঁটা। আদালতের নির্দেশ, মেলায় কোনও ভাবেই অতিরিক্ত ভিড় জমানো যাবে না। মেলায় আগত সকলকেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে৷ মেলায় প্রবেশ ও বাহিরপথে গেটে স্যানিটাইজার টানেল ব্যাবহার করতে হবে। রাসের মেলায় সঠিক ভাবে করোনা বিধি মানা হচ্ছে কিনা, আদালতে সশরীরে হাজিরা দিয়ে তা জানাতে হবে মেলা কমিটিকে৷
আরও পড়ুন- বয়স্ক ও অসুস্থদের প্রার্থী না করার পথে তৃণমূল? পুরভোটে জলঘোলা
দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির জীবন তলা, সোনারপুর, বাড়ুইপুর থানার মধ্যস্থলে রাস মেলার আয়োজন করা হয়েছে। টানা ১৬ দিন ধরে চলবে রাস উৎসব। এই ক’দিন কড়া ভাবে করোনা বিধি পালন করতে হবে। প্রয়োজনে ব্যাবস্থা নেবে রাজ্য। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির রাস এর মেলায় রাশ টানলো হাইকোর্ট ।মেলা কমিটি কে হাইকোর্টে হাজিরার নির্দেশ ।করোনা বিধি কোনো মতেই লঙ্ঘন করা যাবে না ।প্রয়োজনে ব্যাবস্থা নেবে রাজ্য। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানী। প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার পিয়ালীতে রাস মেলায় অনুমোদন দিয়েছে প্রশাসন। প্রতিদিন মেলায় প্রায় ২৫,০০০ লোক আসেন। সামান্য অসতর্কতাও বিপদ ডেকে আনতে পারে৷ বাড়তে পারে সংক্রমণ৷ প্রসঙ্গত, ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে রাস মেলা।
এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, এই মেলা বহু পুরনো। মেলার জন্য বিদ্যুৎ বিভাগ ও দমকল বিভাগের অনুমোদন মিলেছে। মেলায় ঢোকা ও বেরোনোর পথে থাকবে স্যানিটাইজার গেট। যাবতীয় কোভিড প্রটোকল মেনে চলা হবে৷ গোটা বিষয়ের উপর নজর রাখবে প্রশাসন। এই মেলার সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে। সব দিক ভেবেই প্রশাসন অনুমোদন দিয়েছে।