পঞ্চায়েতে নন্দীগ্রামের জয়ী প্রার্থীদের রক্ষাকবচ আদালতের, স্বস্তিতে গেরুয়া শিবির

পঞ্চায়েতে নন্দীগ্রামের জয়ী প্রার্থীদের রক্ষাকবচ আদালতের, স্বস্তিতে গেরুয়া শিবির

high-court-ssc-case-hearing-commission-faces-question

 কলকাতা: নন্দীগ্রামের ৪৭ জন বিজয়ী প্রার্থীকে রক্ষাকবচ৷ নন্দীগ্রামের ১ নম্বর ও ২ নম্বর ব্লকের ১৭টি পঞ্চায়েতের ৪৭ জন বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷  এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, আগামী ১২ অগাস্ট পর্যন্ত নন্দীগ্রামের ১ নম্বর ও ২ নম্বর ব্লকের ১৭টি পঞ্চায়েতের ৪৭ জন বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ৷ 

বিজেপির অভিযোগ, বিরোধীদের বোর্ড গঠন ঠেকাতে নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭টি পঞ্চায়েতে বিজেপির বিজয়ী প্রার্থীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের চেষ্টা করছে রাজ্য পুলিশ। এই আশঙ্কায় হাই কোর্টের দ্বারস্থ হন ওই প্রার্থীরা। তাঁদের বক্তব্য শোনার পর আবেদনকারীদের রক্ষাকবচ দেয় আদালত। আগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নন্দীগ্রামে পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭ টি পঞ্চায়েতের দলের বিজয়ী প্রার্থীরা যাতে বোর্ড গঠনে উপস্থিত থাকতে না পারেন, তাই তাঁদের ইচ্ছাকৃত পুরনো মামলায় তলব করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =