আনিস মৃত্যু মামলায় CBI তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে, সিট-এর উপরেই আস্থা রাখল আদালত

আনিস মৃত্যু মামলায় CBI তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে, সিট-এর উপরেই আস্থা রাখল আদালত

high court

কলকাতা: হাওড়ার ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদের জারি করল না উচ্চ আদালত। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নিম্ন আদালতেই চলবে আনিস মৃত্যু মামলার বিচার প্রক্রিয়া৷ এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই৷ সিটের উপরই আস্থা রাখছে আদালত।

ছাত্র নেতা আনিস খানের মৃত্যু রহস্য ভেদে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে তাঁর পরিবার। সিআইডির তদন্তে তাঁদের আস্থা নেই বলেও জানিয়েছিল। সিবিআই তদন্ত চেয়ে প্রথমে নিম্ন আদালতে পিটিশন ফাইল করে আনিস খানের পরিবার।  নিম্ন আদালতে সেই আবেদন খারিজ করে দিলে হাই কোর্টের কড়া নাড়েন তাঁরা৷ কিন্তু, সেখানেও সাড়া মিলল না৷ 

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতার বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল আনিস খানের। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে পুলিশের দিকেও। এই ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার৷ কিন্তু সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =