high court
কলকাতা: গত রবিবার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল দিল্লি থেকে আসা তথ্যসন্ধানী দলকে৷ বুধবার সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অশান্ত সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। রবিবার বাধা পাওয়ার পরই রাজ্যপালের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছিলেন দলের প্রতিনিধিরা। সেই সঙ্গে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি চেয়ে তাঁরা হাই কোর্টে আবাদেন করেন। বুধবার তাঁদের সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ।
আগামী ৩ মার্চ দিল্লির তথ্যসন্ধানী দলের সদস্যদের সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সন্দেশখালির সর্বত্র যাওয়ার অনুমতি তাঁরা পাননি৷ যে সব এলাকায় ১৪৪ ধারা জারি নেই, শুধুমাত্র সেখানেই ঢুকতে পারবেন তাঁরা।