high court
কলকাতা: ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। তৃণমূল কর্মী রাজু নস্করের খুনের মামলায় তাঁকে আগাম জামিন দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
২০২৩ সালের ১৬ জুন, পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে খুন হন রাজু নস্কর৷ ওই তৃণমূল কর্মী খুনের ঘটনায় নাম জড়ায় নওশাদ সিদ্দিকের৷ আইএসএফ বিধায়ক-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর। সেই অভিযোগের ভিত্তিতে নওশাদদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়। মামলার সূত্রে ভবানী ভবনে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল সিআইডি৷ এবার এই মামলায় জামিন পেলেন নওশাদ৷