ভুয়ো জব কার্ড ধরতে এবার চার সদস্যের কমিটি গড়ল কলকাতা হাই কোর্ট

ভুয়ো জব কার্ড ধরতে এবার চার সদস্যের কমিটি গড়ল কলকাতা হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

high court

কলকাতা: কাজ করিয়েছে, কিন্তু টাকা পায়নি গরিব মানুষ৷ শ্রমিকদের হকের টাকা দেয়নি কেন্দ্র৷ এমন অভিযোগ বারবারই করেছে রাজ্য। বৃহস্পতিবার একটি কমিটি গঠন করে কলকাতা হাই কোর্ট৷ সেই সঙ্গে প্রশ্ন, যাঁরা প্রাপ্য টাকা পাননি বলে দাবি করছেন, তাঁদের জব কার্ড আদৌ বৈধ তো?  সরেজমিনে তদন্ত করে এই প্রশ্নেরই জবাব খুঁজবে ওই কমিটি৷ বৃহস্পতিবার এমনটাই জানাল, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ৷ 

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের টাকা নিয়ে দু’টি জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। একটি মামলা করেছিল শ্রমিক সংগঠন। অন্যটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষেত মজদুর সংগঠনের বক্তব্য, ১০০ দিনের কাজ করার পরেও কেন্দ্র-রাজ্যের সংঘাতে প্রাপ্য টাকা মেলেনি। অন্য দিকে, শুভেন্দুর দাবি ছিল, ১০০ দিনের কাজের নামে বিপুল দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে৷ বৃহস্পতিবার দু’টি মামলার শুনানি শেষে গোটা বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করে বেঞ্চ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + ten =