high court
কলকাতা: স্কুলে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলাই কলকাতা হাই কোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ছ’মাসের মধ্যে সেই সব মামলার শুনানি শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে খবর, এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে৷ এবার এই বেঞ্চেই হবে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি৷
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন চাকরিহারা প্রার্থীরা। সেই মামলায় কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-কে দু’মাসের সময়সীমা বেধে দেয় শীর্ষ আদালত৷ এর মধ্যে সিবিআই, ইডিকে আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে৷ কলকাতা হাই কোর্টে মামলা ফেরৎ পাঠানোর সঙ্গে সঙ্গে নতুন ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশও দেয় শীর্ষ আদালত।
আদালত বিশেষ বেঞ্চ গঠন করায় আশায় বুক বাধতে শুরু করেছেন ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা। নায্য চাকরির দাবিতে দিনের পর দিন রাজপথে বসে আন্দোলন চালাচ্ছে তারা৷