SSC দুর্নীতি মামলায় নয়া মোড়! সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বদলে গেল ডিভিশন বেঞ্চে

SSC দুর্নীতি মামলায় নয়া মোড়! সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বদলে গেল ডিভিশন বেঞ্চে

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: আপাত স্বস্তিতে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা৷ একক বেঞ্চের নির্দেশ বদলে গিয়েছে ডিভিশন বেঞ্চে৷ এসএসসি মামলায় সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ বলা হয়েছিল এই মামলায় এফআইআর দায়ের করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান এসপি সিনহা৷ দ্রুত শুনানির আর্জি জানান তিনি৷ শুক্রবার ডিভিশন বেঞ্চ জানায়, সোমবার পর্যন্ত কোনও এফআইআর করতে পারবে না সিবিআই৷ তবে বাকিদের জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ জারি করা হয়নি৷ 

আরও পড়ুন- SSC: সিবিআই ডাকলেই দ্রুত হাজিরা, স্কুলে ঢুকতে পারবেন না গ্রুপ ডি কর্মীরা, নির্দেশ হাই কোর্টের

স্থগিতাদেশ না দেওয়ার জন্য আগেই আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷ কিন্তু, ডিভিশন বেঞ্চ জানায়, আগামী সোমবার পর্যন্ত এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে কোনও জিজ্ঞাসাবাদ নয়৷ সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে পরবর্তী শুনানি হবে বলেও নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের৷ 

গ্রুপ ডি মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ৷ অবসরপ্রাপ্ত বিচারপতি আরকে বাগের নেতৃত্বে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়৷ সেই কমিটি এখনও তদন্ত করছে৷ ডিভিশন বেঞ্চের বক্তব্য, অভিযোগ কমিটির কাছেও জানানো যায়। এই মামলায় কীভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল? তেমন হলে তো দুটো সমান্তরাল বিচার প্রক্রিয়া হয়ে যাবে। মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। 

ডিভিশন বেঞ্চের নির্দেশে আগামী সোমবার পর্যন্ত এসপি সিনহার বিরুদ্ধে সিবিআই কোনও বিচার করতে পারবে না৷ গতকাল সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে আড়াইটে পর্যন্ত এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ শুক্রবারও মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজন মনে করলে এসপি সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই নির্দেশের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ ফলে সোমবার পর্যন্ত এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই৷ 

উল্লখ্য, এই মামলার শুনানি হচ্ছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে৷ কিন্তু আজ তাঁর বেঞ্চ না বসায় মামলা বিচারপতি সৌমেন সেনের এজলাসে হয়৷ তাঁর নির্দেশ, আগামী সোমবার এই মামলা ফের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চেই ফিরে যাবে৷ 

এদিনের মামলায় বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, এই মামলায় হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ যখন স্থগিতাদেশ জারি করেছে এবং বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন৷