সন্দেশখালিকাণ্ডে সিবিআই, রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠনের নির্দেশ হাই কোর্টের, থাকবে না ন্যাজাট থানা

সন্দেশখালিকাণ্ডে সিবিআই, রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠনের নির্দেশ হাই কোর্টের, থাকবে না ন্যাজাট থানা

high court

কলকাতা:  সন্দেশখালির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল উচ্চ আদালত৷ সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। তবে ওই বিশেষ তদন্তকারী দলে থকবে না ন্যাজেট থানার কোনও পুলিশ আধিকারিক৷ এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।সেই সঙ্গে তিনি জানান, সন্দেশখালির তদন্ত প্রক্রিয়ার উপর নজরদারি করবে আদালত।

 

 

সন্দেশখালিকাণ্ডে ন্যাজাট থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে৷ তার মধ্যে একটি এফআইআর করেছে ইডি। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ন্যাজাট থানার পুলিশ এবং তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকর। প্রথম দুটি এফআইআরের তদন্ত করবে সিট। দলে রাজ্যের তরফে থাকবেন এসপি জসপ্রীত সিং। তবে সিবিআইয়ের তরফে কোনও আধিকারিকের নাম এখনও পর্যন্ত জানানো হয়নি। তদন্তের স্বার্থে সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সাহায্য নিতে পারবে বলেও জানিয়েছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =