কোটি কোটি টাকা নিয়ে ফেরার, চিট ফাণ্ড সংস্থার ডিরেক্টরদের হাজিরার নির্দেশে হাই কোর্টের

কোটি কোটি টাকা নিয়ে ফেরার, চিট ফাণ্ড সংস্থার ডিরেক্টরদের হাজিরার নির্দেশে হাই কোর্টের

কলকাতা:  টোপ দিয়ে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা তুলে ফেরার হয়ে গিয়েছে বহু চিটফান্ড সংস্থার ডিরেক্টররা৷ গত ৬ জুলাই এক নজিরবিহীন নির্দেশে কলকাতা হাই কোর্ট জানায়, সেই সকল ফেরার ডিরেক্টরদের আদালতে হাজির করাতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, আই-নোভা রিয়েল এস্টেটের ডিরেক্টরদের বৃহস্পতিবার হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে হাজির করানোর কথা কলকাতা পুলিশের। সেই নির্দেশ কার্যকর হলে ২৬ আগস্ট চিট ফান্ডে ক্ষতিগ্রস্ত কোটি কোটি আমানতকারীর কাছে এক স্মরণীয় দিন হয়ে থাকবে৷ 

আরও পড়ুন- কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মীর বাড়িতে CBI, হোমিসাইড শাখার ২ অফিসারকে ঢুকতে বাধা

কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশে হাইকোর্টের নির্দেশ ছিল, ওই সংস্থার সব ডিরেক্টরদের এদিন হাজির করাতে হবে। নথি খতিয়ে দেখে বিচারপতি বলেন,  গত ৬-৭ বছর ধরে এই সংস্থার মামলা চললেও কোনও ডিরেক্টর বা তাদের প্রতিনিধি হাজিরা দেওয়ার প্রয়োজন বোধ করেননি। ফলে আমানতকারীদের টাকা ফেরানোর যে সৎ উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে তৎকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিটি গঠন করে দিয়েছিল, বাস্তবে তা কার্যকর হতে পারছে না৷ ডিরেক্টরদের টাকা ফেরানোর ক্ষেত্রে মামলায় যুক্ত করতে হবে৷ 

সেই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার যদি এই সংস্থার ডিরেক্টরদের কলকাতা পুলিশ শুনানিতে হাজির করে, তাহলে টাকা ফেরানোর লক্ষ্যে কিছুটা হলেও এগোনো যাবে৷  যে দাবি রয়েছে গত ২০১৩ সাল থেকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =