আমফানে আর্থিক দুর্নীতি! CAG-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

আমফানে আর্থিক দুর্নীতি! CAG-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

 

কলকাতা: আমফানে ক্ষতিপূরণ বণ্টনে আর্থিক দুর্নীতি হয়েছে! এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল ৫টি জনস্বার্থ মামলা৷ এবার সেই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

আমফান ঝড়ে সরকারি ক্ষতিপূরণ বণ্টনে দুর্নীতি হয়েছে কি না তা জানতে এবার কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজিকে দিয়ে গোটাঅভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ আগামী ৩ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর৷ সরকারি ক্ষতিপূরণ বণ্টনে কেন আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে, তা নিয়েও উষ্মা প্রকাশ করেছে আদালত৷

বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা৷ তারমধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অবস্থা ছিল ভয়াবহ৷ খাস কলকাতার অবস্থাও ছিল দুর্বিষহ৷ আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর পরিস্থিতি গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী আকাশপথে গোটা পরিস্থিতি প্রদর্শন করেছিলেন৷ কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছিল৷ ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার৷ কিন্তু আমফানের ক্ষতিপূরণ বণ্টন ঘিরে উঠেছিল বেলাগাম দুর্নীতির অভিযোগ৷ ক্ষতিপূরণের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্থরা পাননি বলে জেলায় জেলায় তৈরি হয়েছিল বিক্ষোভ৷ পরিস্থির গুরুত্ব বুঝে মাঠে নাতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিয়েছেন, যাতে পরবর্তীতে আর কোনও অসন্তোষ না উঠে আসে৷ বেশ কয়েক দফায় বণ্টন হয়েছিল ক্ষতিপূরণের টাকা৷ এবার সরাসরি আমফানের ক্ষতিপূরণ বণ্টনে দুর্নীতি হয়েছে কি না, তা জানতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কলকাতা হাইকর্টের তদন্তের নির্দেশের পর বাংলার রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 2 =