‘হয়রান করা হবে না’,অভিষেকের মতো ইডিকেও মৌখিক ‘রক্ষাকবচ’ দিল হাই কোর্ট!

‘হয়রান করা হবে না’,অভিষেকের মতো ইডিকেও মৌখিক ‘রক্ষাকবচ’ দিল হাই কোর্ট!

high-court-ssc-case-hearing-commission-faces-question

high court

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল ইডি। রক্ষাকবচ চেয়ে অভিষেক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলে, ইডি-র তরফে বলা হয়েছিল, কোনও কড়া পদক্ষেপ করা হবে না। বৃহস্পতিবার সেই ইডিই আদালতে যায় নিজেদের জন্য ‘রক্ষাকবচ’ চেয়ে। হাই কোর্ট তাদের দেখানো পথেই হাটে। খালি হাতে না ফেরালেও পুরদস্তুর ‘রক্ষাকবচ’ও দিল না। অভিষেকের মতো ইডিকেও ‘মৌখিক’ ভাবে আশ্বস্ত করল আদালত। সেইউ আশ্বাসই এখন ইডির একমাত্র ভরসা৷ 

নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল এই মামলার শুনানি৷ ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘‘তদন্তে নেমে হয়রানির শিকার হচ্ছেন ইডির কর্তারা।’’ এমনকি, বার বার ইডির অফিসারদের ইমেল পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। আদালতকে ধীরজ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের দফতরে তল্লাশিকে কেন্দ্র করে এই হেনস্থা। তিনি আরও জানান, লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের দফতরের একটি কম্পিউটারে ১৬টি ফাইলডাউনলোড করা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের উপর চাপ সৃষ্টি করছে কলকাতা পুলিশ।

এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে ইডি৷ কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার বক্তব্য, ‘‘তদন্ত আটকাতে নানা দিক থেকে চেপে ধরা হয়েছে। আমরা তদন্ত করব নাকি আদালতে ছুটব। সব বিষয়ে আমাদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এর ফলে তদন্ত ব্যাহত হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =