shahjahan
কলকাতা: শাহজাহান শেখকে পুলিশের গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই৷ সে কথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ এবার ইডি এবং সিবিআইয়ের ‘হাত’ও খুলে দিল উচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, শুধু পুলিশ কেন, ইডি-সিবিআই যে কেউ শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারে। এর আগে আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। কিন্তু এটা বলা বহয়নি যে পুলিশ শাহজাহান গ্রেফতার করতে পারবে না৷
এদিন ইডি-র আইনজীবী বলেন, ‘‘অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলে আমাদের রিমান্ডে পেতে অসুবিধা হবে। এই মামলায় আগে সিট গঠনের অনুমতি দেওয়া হয়েছিল৷ সেখানে পুলিশ সিবিআই সকলেই ছিল। আমরা বলব আদালত যেন সিবিআইকে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেয়। তা হলে সঠিক ভাবে তদন্ত হবে।’’ এই কথা শোনার পর প্রধান বিচারপতি বলেন, ‘‘শুধু পুলিশ কেন, সিবিআই, ইডি যে কেউই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে।’’