মেনকার রক্ষাকবচ বহাল, অভিষেক শ্যালিকার বিরুদ্ধে ED-র মামলার শুনানি আপাতত স্থগিত

মেনকার রক্ষাকবচ বহাল, অভিষেক শ্যালিকার বিরুদ্ধে ED-র মামলার শুনানি আপাতত স্থগিত

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। মেনকাকে রক্ষাকবচ কেন? এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। বৃহস্পতিবার আদালত সাফ জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো নির্দেশই বহাল থাকবে। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- নিয়োগ মামলায় ভিন্ন জবাব রাজ্য এবং এসএসসি-র, কমিশন ভেঙে দিন, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির

গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল দেওয়া সিঙ্গল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন জানায় ইডি। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু এদিন এজলাসে মেনকার আইনজীবী অনুপস্থিত থাকায় বিচারপতির কাছে আরও কিছু দিন সময় চাওয়া হয়। এর পরই ২৪ নভেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই সঙ্গে জানানো হয়, পরবর্তী শুনানির আগে পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল থাকবে।