সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও পিছল DA সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি

সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও পিছল DA সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই  পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। তিন সপ্তাহের আগে এই ডিএ মামলার শুনানির কোনও সম্ভাবনা নেই শীর্ষ আদালতে। যার জেরে কলকাতা হাইকোর্টেও  ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলা পিছিয় গেল। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। সোমবার এই মামলার শুনানিতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে দেয়।

আরও পড়ুন- Breaking: অনশন উঠল মেডিক্যালে, ভোট নিয়ে জানা গেল বড় তথ্য

চলতি বছরের ২০ মে ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দিতে হবে। সেই আবেদন পুর্নবিবেচনা করার আর্জি জানায় রাজ্য৷ সেই আবেদন অবশ্য খারিজ হয়ে যায়। এদিকে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারি সংগঠনগুলি। ৪ নভেম্বর আদালত অবমাননা মামলায় হলফনামা জমা দেয় রাজ্য সরকার। অবশেষে সর্বোচ্চ আদালতেরও দ্বারস্থ হয় রাজ্য।