নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিটে অভিজ্ঞ অফিসারকে যুক্ত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিটে অভিজ্ঞ অফিসারকে যুক্ত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

2a3599e6746146f36b2d51a6d6c63603

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল সিট-এ এক অভিজ্ঞ অফিসারকে নিযুক্ত করল কলকাতা হাই কোর্ট। বুধবার স্নেহাংশু বিশ্বাস নামে ওই অভিজ্ঞ অফিসারকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

 

আদালতের নির্দেশ, আগামী ২০ অক্টোবরের মধ্যে কলকাতায় এসে নিয়োগ দুর্নীতি মামলার দায়িত্ব বুঝে নিতে হবে স্নেহাংশু বিশ্বাসকে। তিনি বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন। তাঁকে যাতে অবিলম্বে কলকাতায় স্থানান্তর করা হয়, তা নিশ্চিত করার জন্য এদিন সিবিআই অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিজ্ঞ অফিসারকে কলকাতা থেকে বদলি করা যাবে না বলেও নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

বুধবার উচ্চ আদালত আরও বলেন, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে ছুটির পরেই রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মুখ বন্ধ খামে ওই রিপোর্ট জমা দেবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তের অগ্রগতির পাশাপাশি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারীরা এতদিন ধরে কী কী তদন্ত করেছেন, সে বিষয়েও বিস্তারিতভাবে ওই রিপোর্টে উল্লেখ করতে হবে।  মামলার পরবর্তী শুনানি ২৯ নভেম্বর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *