গভীর নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা

গভীর নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা

কলকাতা: দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ৷ আগামী ১২ ঘণ্টায় সেটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল বিকেলে ওডিশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমে স্থলভাগে আছড়ে পড়বে সেটি৷ এর জেরে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে৷ আজ রাত থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে৷ 

আরও পড়ুন- মমতার রোম সফরে ‘না’ কেন্দ্রের! চিঠি ঢুকল নবান্নে

হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের অভিমুখ ওডিশার দিকে হওয়ায় আগামীকাল রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে৷ উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া৷ অতি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়বে৷ ফলে প্লাবিত হবে নীচু এলাকাগুলি৷ জল জমার সম্ভাবনা রয়েছে শরহাঞ্চলেও৷ এদিকে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে৷ যার জেরে আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ 

আরও পড়ুন- ‘সাস ভি কাভি বহু থি’-র ‘বহু’ এখন ‘সাস’ হয়ে গিয়েছে, তবে নাটক চলছে, স্মৃতিকে খোঁচা ফিরহাদের

তবে নিম্ন চাপের অভিমুখ ওডিশার দিকে হওয়ায় পূর্ব মেদিনীপুর ও উপকূলীয় জেলাগুলিতে অঝিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ প্রথম নিম্নচাপটি প্রভাব বিস্তার করতে না পারলেও পরেরটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। পূর্বাঞ্চলীয় আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও একটি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ২৬ সেপ্টেম্বর। এটি রাজ্যের উপকূলে এসে পৌঁছতে পারে ২৮ সেপ্টেম্বর। যার জেরে ওইদিন বৃষ্টির দাপট বাড়বে। ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এদিকে আবহাওয়া দফতর সতর্কতা জারি করায় তৎপর লালবাজার৷ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 12 =