এখনই বর্ষা বিদায় নয়, বরং বঙ্গে বাড়বে বৃষ্টি, ফের মিলল প্রবল বর্ষণের পূর্বাভাস

এখনই বর্ষা বিদায় নয়, বরং বঙ্গে বাড়বে বৃষ্টি, ফের মিলল প্রবল বর্ষণের পূর্বাভাস

heavy rain

কলকাতা: চলতি বছর আট দিন বেশি থেকে গেল বর্ষা৷ সোমবার থেকেই ধীরে ধীরে দেশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকেই বর্ষা বিদায় নেয়। তবে এবার তার বিদায় নেওয়ার পালা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে ইতিমধ্যই বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু বাংলায় কবে বাজবে বিদায় ঘণ্টা? এদিকে আর মাত্র হাতে গোনা ক’দিন৷ তার পরেই পুজো। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল বাঁধার কাজ৷ চলছে লাস্ট মিনিট শপিং। কিন্তু, আবহাওয়ার মতি যেন ফিরছেই না৷ দফায় দফায় বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না উৎসব মুখর বাঙালি। হাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হলেও, এখনই বঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে না বর্ষা।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলাও থাকবে। তাপমাত্রাও বাড়তে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে উষ্ণতার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে এরই মাঝে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তবে সপ্তাহান্তে, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই বৃষ্টিতে ভিজবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ 

দক্ষিণে ব্যাটিং জারি থাকলেও, উত্তরবঙ্গে আজ থেকেই পাততাড়ি গোটাবে বৃষ্টি৷  একেবারে ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অবশ্য বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমবে৷ বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ছবি মোটামুটি এমনটাই থাকেব৷ 

এদিকে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি কমে বাড়বে গরম। তবে সপ্তাহান্তে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷  ফের নামবে ঝেঁপে বৃষ্টি। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *