heavy rain
কলকাতা: নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরেই বাংলার আকাশে দুর্যোগের মেঘ। বৃষ্টি থামার নাম নেই৷ আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ সেই আবহেই রাজ্যের তিন জেলায় লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার সকালের বুলেটিন অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি জারি থাকবে৷ এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
বৃহস্পতিবার মুশলধারে বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশে উত্তরের দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জরি করা হয়েছে কমলা সতর্কতা৷ কালিম্পঙেও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কিন্তু কতদিন চলবে এই দুর্যোগ? আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেলের পর থেকে বৃষ্টি কমে আসবে। রাজ্য জুড়ে যে দুর্যোগ চলছে তার নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। মঙ্গলবার এই নিম্নচাপ অঞ্চল ছিল দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায়৷ বুধবার তা অবস্থান করছে গাঙ্গেয় বঙ্গের পশ্চিমাঞ্চলে। তার প্রভাবেই উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হচ্ছে। আজও দিনভর নিম্নচাপের দাপট চলবে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে৷