গুয়াহাটি: রবিবারের ঝড়বৃষ্টিতে উত্তরবঙ্গের পাশাপাশি ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে অসমেও। প্রবল ঝড়-বৃষ্টির দাপটে ভেঙে পরে গুয়াহাটি বিমানবন্দরের ছাদের একাংশ৷ সোশ্যাল মিডিায়ায় সেই মুহূর্তের দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। যার জেরে ব্যহত হয় গুয়াহাটি বিমানবন্দরের বিমান চলাচল।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানবন্দরের ভিতরে লোকজন তখন হাঁটাচলা করছেন। হঠাৎ করে ছাদের একটি অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। নিমেষে বিমানবন্দরের ভিতরে জল থই থই অবস্থা৷ তবে, ওই সময়ে ক্ষতিগ্রস্ত ছাদের নীচে কেউ ছিলেন না। তাই এই ঘটনায় কেউ আহত হননি৷ তবে সেই সময় কেই সেখানে দাঁড়িয়ে থাকলে, বড় বিপদ ঘটতে পারত। ছাদ ভেঙে পড়তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলে ছোটাছুটি শুরু করে দেন৷
প্রসঙ্গত, গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দোলই বিমানবন্দরটি দেখভালের দায়িত্বে রয়েছে আদানি গোষ্ঠী৷ মুখ্য বিমানবন্দর আধিকারিক উৎপল বড়ুয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানান, প্রবল হাওয়ার দাপটে রাস্তায় অয়েল ইন্ডিয়া কমপ্লেক্সে একটি বড় গাছ উপড়ে পড়ে। সেই ধাক্কাতেই বিমানবন্দরের ছাদের একটা অংশ ভেঙে পড়ে৷
Gopinath Bordoloi Airport, Guwahati owned by Gautam Adani.
The infrastructure was so world class that the roof sealing got collapsed due to heavy rains. pic.twitter.com/An0YZQmTEG
— Abhay 👔 (@xavvierrrrrr) March 31, 2024