heavy rain
কলকাতা: বুধবার সকাল থেকেই কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ। শহরজুড়ে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। কখনও আবার ঝমঝম করে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে পথ ঘাট। তবে শুধু কলকাতা নয়, নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে রাজ্যের অন্যান্য জেলাও।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপটি অবস্থান করছে৷ অন্যদিকে, গাঙ্গেয় বঙ্গের উপর চলে গিয়েছে একটি মৌসুমী অক্ষরেখা৷ এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমেছে৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ দিনভর মুখ ভার থাকবে আকাশের৷ কোথাও মাঝারি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়৷ শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, পুজো আসতে বাকি আর মাত্র এক মাস। সামনের মাসের ২০ তারিখ ষষ্ঠী। জোর কদমে চলছে পুজোর কেনাকাটা৷ কিন্তু বৃষ্টির জেরে তা ভেস্তে যেতে পারে৷ নিম্নচাপের কাঁটায় কপালে ভাঁজ বিক্রেতাদের৷