কলকাতা: গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একই জেলে বন্দি তাঁর কন্যা সুকন্যাও। স্কুল পা না রাখলেও, খাতায় কলমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি৷ তবে গরু পাচার মামলায় আপাতত তাঁর ঠাঁই দিল্লির তিহাড়ে৷ জামিন চেয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন তিনি৷ তবে পুজোর আগে মিলল না স্বস্তি৷ অনুব্রত কন্যার জামিনের আবেদন চার মাস পিছিয়ে দিল আদালত। তাঁর জামিনের আবেদন শোনা হবে ২০২৪ সালের ১০ জানুয়ারি৷ ফলে দুর্গাপুজোটা জেলেই কাটবে তাঁর। আপাতত মিলছে না মুক্তি৷
দিল্লি হাই কোর্টে জামিনের জন্য আবেদন জানিয়েছেন অনুব্রত মণ্ডলও। পুজোর আগে মিলবে কি জামিন? এই প্রশ্নের নিশ্চিত কোনও উত্তর এখনও মেলেনি৷ কারণ, সেপ্টম্বর মাসের শেষদিকে সেই মামলার শুনানি হবে। তারপরই বোঝা যাবে আদৌ পুজোর আগে জেল থেকে ছাড়া পাবেন কিনা কেষ্ট৷
প্রসঙ্গত, বাংলা থেকে গরু পাচার মামলা সরে গিয়েছে দিল্লিতে৷ আসানসোলের বিশেষ বিআই আদালত থেকে মামলা গিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। ২০০৫ সালে জারি করা অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতে পারে ইডি৷ আদালতে ইডির পেশ করা তথ্যের ভিত্তিতে সন্তোষ প্রকাশ করেন বিচারক। তারপরই গরুপাচার মামলা আসানসোল থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷