পিছিয়ে গেল শুভেন্দুর পঞ্চায়েত-মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে, জানাল হাই কোর্ট

পিছিয়ে গেল শুভেন্দুর পঞ্চায়েত-মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে, জানাল হাই কোর্ট

b43814b9bc8c4f982b5c42f9f58c308b

কলকাতা:  পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির দিন পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সকালে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট৷ নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে হয় সেই দাবি জানিয়েই ওই জনস্বার্থ মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে৷ পাশাপাশি আরও কয়েক দফা প্রস্তাব নিয়ে মামলা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। মঙ্গলবার সেই মামলারই শুনানি পিছিয়ে দেওয়া হল৷ 

আরও পড়ুন-লালনের মৃত্যুর ঘটনায় তদন্তে সিআইডি, রামপুরহাটে ৪ আধিকারিক

মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুভেন্দুর দায়ের করা মামলাটি ওঠে। সেখানে বিরোধী দলনেতার আনা প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন। তাঁরা আদালতের কাছে আর্জি জানান, এখনই যেন পঞ্চায়েত ভোট নিয়ে কোনও অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেওয়া না হয়। এদিন কমিশনের বিরুদ্ধে পাল্টা সওয়াল করার জন্য শুভেন্দুর তরফে কোনও আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন৷ জানানো হয়, শুভেন্দুর আইনজীবী অসুস্থ। তাই শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। এর পরই মামলার শুনানি পিছিয়ে যায়৷ আদালত জানায়, বুধবার দুপুরে মামলার পরবর্তী শুনানি হবে।