বাংলার লজ্জা! এবার ঘরছাড়া হতে হচ্ছে করোনা চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের

বাংলার লজ্জা! এবার ঘরছাড়া হতে হচ্ছে করোনা চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের

820779f45467e3ef24d287ec283f52af

 

কলকাতা: করোনা ভাইরাসের বিরুদ্ধে দিনরাত এক করে লড়াই করছেন গোটা বিশ্বের স্বাস্থ্যকর্মীরা৷ পিছিয়ে নেই বাংলা৷ নামমাত্র পরিকাঠামোর মধ্য দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের বাংলার কয়েক হাজার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা৷ জীবন বাজি রেখে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ কিন্তু, দুর্ভাগ্যের হলেও সত্যি, করোনার বিরুদ্ধে লড়াই চালানো সেই স্বাস্থ্যকর্মীদের এবার উচ্ছেদ করার হুমকি দিচ্ছেন বাড়ির মালিকরা৷ এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল গোটা শহর কলকাতা৷  অবিলম্বে পদক্ষেপ চেয়ে কেন্দ্রের কাছে চিঠি স্বাস্থ্যকর্মীদের৷ চিকিৎসকরদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিল্লি পুলিশকে নির্দেশ অমিত শাহের৷

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার দায়ে এবার ঘরছাড়া হতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের৷ এবার ঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে তাঁদের৷ বাড়ির মালিকরা সাফ জানিয়ে দিয়েছে, করোনা আক্রান্তের চিকিৎসা করলে ঘরে ঠাঁই হবে না৷ এই মর্মে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশনের৷ অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷ গোটা ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে বাংলাজুড়ে৷ যে স্বাস্থ্যকর্মীদের বাড়িমালিক তাঁদের উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ারও দাবি উঠছে নাগরিক সমাজের পক্ষ থেকে৷

এর থেকে দুঃখজনক কিছু আর হয় না৷ এই রোগ মোকাবিলা করতে আমাদের সমর্থন করছেন বহু মানুষ৷ হাততালি দিয়ে, ঘণ্টা বাজিয়ে যারা সমর্থন দিয়েছেন, আজ তারাই আমাদেরকে বাড়ি থেকে বার করে দিচ্ছেন৷ আমি নিশ্চিত কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে৷ কিছু বাড়ির মালিকরা আমাদের তরুণ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন৷ যারা প্রাণের মায়া না করে করোনাভাইরাস মোকাবেলায় কাজ করছেন, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা, ভয়ংকর৷ আমি নিশ্চিত সরকার তাদের পাশে দাঁড়াবেন৷ বাড়ির মালিকদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে৷ সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *