RG KAR: মাত্র ৭ দিনেই স্বাস্থ্যসাথী প্রকল্পে বিপুল ক্ষতি রাজ্যের!

Health Scheme কলকাতা: আরজি কর কাণ্ডে প্রতিবাদে কর্মবিরতি এবং অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা৷  জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে বেশ খানিকটা লাটে উঠেছে রাজ্যের সরকারি…

health scheme Mysterious Circumstances Surrounding the Student's Death

Health Scheme

কলকাতা: আরজি কর কাণ্ডে প্রতিবাদে কর্মবিরতি এবং অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা৷  জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে বেশ খানিকটা লাটে উঠেছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা৷ বাড়তে থাকা রোগীর চাপ, পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে এমনিতেই লাটে সরকারি চিকিৎসা পরিষেবা। তার মধ্যে আবার কর্মবিরতি। এই সবের  মধ্যেই সরকারি হাসপাতাল থেকে মুখ ফেরাচ্ছেন রোগী এবং তাঁদের পরিজনরা। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছেন তাঁরা। এবার স্বাস্থ্যের সমীক্ষায় উঠে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য।

RG KAR

সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্ম বিরতির জেরে স্বাস্থ্যসাথীর খরচ কত হয়েছে তা নিয়ে সমীক্ষা চালায় রাজ্য। এরপরেই রাজ্যের হাতে উঠে আসে উদ্বেগজনক তথ্য। নবান্নের তরফে এই সমীক্ষার রিপোর্ট তুলে ধরা হয়েছে। সমীক্ষায় রীতিমতো চমকে দেওয়ার মতো পরিসংখ্যান উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের প্রায় ৩১৫ কোটি টাকা খরচ হয়েছে।  এই পরিসংখ্যান অন্যান্য সময়ের তুলনায় দিন পিছু গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা করে বেশি। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী খাতে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ করেছে রাজ্য। 

Junior Doctors’ Protests

মনে করা হচ্ছে, রোগীরা সরকারি হাসপাতালে না-গিয়ে, বেসরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করানোর পর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছেন। সে ক্ষেত্রে রোগীদের বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করার ফলে, এই বিপুল পরিমাণে আর্থিক বোঝা টানতে হচ্ছে রাজ্যকে। 

Financial Burden of the Health Scheme

আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর থেকে আন্দোলন এবং কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা৷ গত ১২ দিন ধরে চলেছে অনশন কর্মসূচি৷  পরিস্থিতি যে দিনে দিনে আরও কঠিন হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷

আরও পড়ুন- 

গণহত্যা মামলায় হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইবুনালের

দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, জানিয়ে দিলেন উত্তরসূরির নাম

পার্থর সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি, তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে

লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ! DA বাড়ল সরকারি কর্মচারীদের, মিলবে বকেয়াও | DA Hike