কলকাতা: করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিধানসভার অধিবেশনে প্রবেশ করতে পারবেন মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সাধারণ কর্মচারীরা। আসন্ন বিধানসভা অধিবেশনের জন্যে স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শরীরে করোনা ভাইরাসের কোনও চিহ্ন পাওয়া গেলেই সেই ব্যক্তিকে হাসপাতাল কিংবা সেলফ হোমে পাঠানো হবে বলে জানিয়েছেন বিমানবাবু। আগামী ৯ সেপ্টেম্বর থেকে দু’দিনের অধিবেশনে এই ব্যবস্থা গ্রহণ করে নজির গড়তে চলেছেন অধ্যক্ষ।
বুধবার অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে দফায় দফায় বৈঠক হয় সভাকক্ষে। বিমান বাবুর আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টরের নেতৃত্বে চিকিৎসক ও দফতরের একাধিক আধিকারিকরা। আগামী ৮ তারিখ সারা দিন এবং ৯ তারিখ সকালে অধিবেশনে আগতদের করোনা র্যাপিড টেস্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। নমুনা গ্রহণের আধ ঘণ্টার মধ্যেই রিপোর্ট পেশ করবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, নমুনা সংগ্রহের জন্য মোট ৭০০টি কিট নিয়ে আসা হবে।
সোশ্যাল ডিস্টেন্সের কথা মাথায় রেখে সদনে বিধায়কদের বসার আসনেও পরিবর্তন করা হয়েছে। এমনকি সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসনেও কোপ পড়েছে। এবারের অধিবেশনে সাধারণ দর্শকদের ঢুকতে দেওয়া হবে না। সাধারণ দর্শকদের জন্য সংরক্ষিত আসনে কমবয়সি বিধায়কদের বসানো হবে, সেক্ষেত্রে তাঁদের কর্ডলেস মাইক্রোফোন দেওয়া হবে মতামত জানানোর জন্যে। এই নিয়ে আজ, বৃহস্পতিবার একটি বৈঠক ডেকেছেন সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ। যদিও আগামী ৮ সেপ্টেম্বর এই বিষয়ে চূড়ান্ত বৈঠক করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।