করোনায় মারাঠি প্রৌঢ়ের মৃত্যু হয়নি, ফ্রিতে দু’টি করোনা পরীক্ষার ঘোষণা কেন্দ্রের!

করোনায় মারাঠি প্রৌঢ়ের মৃত্যু হয়নি, ফ্রিতে দু’টি করোনা পরীক্ষার ঘোষণা কেন্দ্রের!

নয়াদিল্লি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের বুলধানার প্রৌঢ়ের মৃত্যু হয়নি বলে এবার ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ মৃত্যের থুতুর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক৷ একই সঙ্গে করোনা সংক্রান্ত প্রথম এবং দ্বিতীয় দফার পরীক্ষা বিনামূল্যে করা যাবে বলেও ঘোষণা করেছে কেন্দ্র৷ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, করোনা সংক্রান্ত প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষার জন্য কোনও টাকা লাগবে না৷ এন৯৫ মাস্কের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ কমপক্ষে ৮০ লক্ষ মাস্ক আনার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে৷

করোনা রুখতে গুচ্ছ বিধিনিষেধ জারি হলেও গোটা দেশজুড়ে এখনও পর্যন্ত ১০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷  এই মুহূর্তে মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ জন৷ তেলেঙ্গানায় ১৭জন রয়েছেন কারোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷ ইরাক থেকে বহু ভারতীয়কে আনা হচ্ছে ভারতে৷ যাদের জয়সলমীর সেনাক্যাম্পে রাখা হচ্ছে পরীক্ষার জন্য৷

অন্যদিকে নোবেল করোনাভাইরাসের জেরে ৩১ মার্চ থেকে স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার৷ বন্ধ করা হয়েছে সমস্ত সিনেমা হল, সুইমিংপুল৷ করোনা রুখতে ইতিমধ্যেই বাংলায় একগুচ্ছ বিধি-নিষেধ জারি করা হয়েছে৷ বিশেষ সতর্কতাও জারি হয়েছে৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত সায়েন্সসিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বন্ধ করা হয়েছে জাদুঘর৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্দেশিকা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে৷ ভারতীয় সংগ্রহশালা তরফে বিজ্ঞপ্তি জারি করে জাদুঘর বন্ধ করার ঘোষণা করা হয়েছে৷ অন্যদিকে পুলিশ কমিশনারের নির্দেশে করোনা সচেতনতামূলক প্রচার কর্মসূচী শুরু করেছে কলকাতা পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =