‘তৈলমর্দন করলেই পছন্দের পোস্টিং?’ প্রধান শিক্ষক বদলি মামলায় ভর্ৎসনা আদালতের

‘তৈলমর্দন করলেই পছন্দের পোস্টিং?’ প্রধান শিক্ষক বদলি মামলায় ভর্ৎসনা আদালতের

615c32c5218b682b37baf2406dfa62d2

 কলকাতা: প্রধান শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টে প্রশ্নের মুখে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এই সংক্রান্ত মামলাটির শুনানি চলছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। পূর্ব মেদিনীপুর জেলার প্রধান শিক্ষক নিয়োগ মামলায় এদিন ভর্ৎসনার সুরেই বিচারপতি বলেন, ‘‘যারা আপনাদের হাতে তৈলমর্দন করবেন তাঁদের পছন্দমত স্কুলে পোস্টিং দেবেন, তাই তো?’’ শিক্ষা সংসদের বদলি সংক্রান্ত নীতি কী? তাও জানতে চান বিচারপতি মান্থা৷ 

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি বলেন, ‘‘মামলাকারি অনেক কিছুই চাইতে পারেন, মামলাকারি এও বলতে পারেন যে তাঁকে তাঁর বান্ধবীর বাড়ির কাছে পোস্টিং দেওয়া হোক। কিন্তু পোস্টিংয়ের নির্দিষ্ট বিধি কোথায়? হাওড়ায়, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনায় কাউন্সেলিং হলে পূর্ব মেদিনীপুরে কেন নয়? ’’ বারবার প্রশ্ন করা হলেও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা রাজ্য কেউই নির্দিষ্ট বিধি দেখাতে পারেনি।

এদিকে, মামলাকারির দাবি, প্রধান শিক্ষকের প্যানেল তৈরি হওয়ার পরে কোনও কাউন্সেলিং করা হয়নি। তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষকদের বাড়ির কাছে পোস্টিং দেওয়া হয়েছে। কিছু রাজনৈতিক ব্যক্তি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *