hdfc bank
কলকাতা: দুর্দান্ত খবর। এইচডিএফসি ব্যাঙ্কের ADR ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷
এখন আপনাকে জানতে হবে ADR আসলে কী? ADR বা আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট হল আমেরিকান ব্যাঙ্ক দ্বারা জারি করা একটি শংসাপত্র। এই সার্টিফিকেটের মাধ্যমে একটি অ-মার্কিন কোম্পানি সহজেই আমেরিকান স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারে। ভারতীয় বাজার খোলার আগে, বিনিয়োগকারীরা প্রায়ই আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট এর উপর নজর রাখে। কারণ ADR-এর পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভারতীয় বাজারে স্টকের কর্মক্ষমতা অনুমান করা যায়।
অনেক ভারতীয় কোম্পানি আমেরিকায় এডিআর হিসেবে তালিকাভুক্ত। এর মধ্যে ইনফোসিস, উইপ্রো, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ডঃ রেড্ডি’স উল্লেখযোগ্য।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এইচডিএফসি ব্যাঙ্কের ADR এ ধস নেমেছিল। কিন্তু, এদিন সেই ADRই ৭ শতাংশ বাড়ল।