কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে৷ একটি মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ দ্বিতীয় মামলাটি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সোমবার দীর্ঘ সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতি টিএস শিজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা৷
মনোনয়নের সময়সীমা বাড়িয়ে ৮ জুলাইয়ের বদলে ১৪ জুলাই পঞ্চায়েত ভোট করার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সকালের শুনানিতেই পঞ্চায়েত ভোট পিছনোর বিরোধিতা করেন রাজ্যের কৌঁসুলী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত ৯ জুন কোন দলের কত মনোনয়ন জমা পড়েছে, সেই পরিসংখ্যান তুলে তিনি বলেন, ‘‘৪ হাজারের বেশি মনোনয়ন জমা পড়েছে বিজেপি’র। সময় কম হলে কী করে এত মনোনয়ন জমা পড়ল?’’ কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী দাবি করেছেন, গোটা রাজ্য জুড়ে এত কম সময়ে মনোনয়ন ৭৩ হাজার আসনে সম্ভব নয়। মনোনয়ন ফর্ম সব জায়গায় যায়নি বলেও বক্তব্য তাঁর। একই সঙ্গে তাঁর এও দাবি, ৭ জুন কমিশনার নির্বাচিত হয়েছিলেন। এদিকে কোনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। তার মধ্যেই নির্বাচনের ঘোষণা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>