কলকাতা: দীর্ঘ প্রায় ৭ বছর ধরে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ মেধাতালিকায় অনিয়ম-সহ গুচ্ছ অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা৷ নিয়োগের উপর জারি ছিল স্থগিতাদেশ৷ দীর্ঘ শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর অবশেষে রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, শুক্রবার উচ্চ প্রাথমিক মামলার রায় ঘোষণা করতে চলেছে রাজ্যের শীর্ষ আদালত৷ রায় ঘোষণা করবেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য৷ ২০১১ ও ২০১৫ টেট মামলার নিষ্পত্তি হতে পারে শুক্রবারের রায়ে৷ ১৯৭৯ বেশি মামলার একযোগে নিষ্পত্তি হবে রায়ে ১৮০০০০ বেশি নিয়োগপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে হাইকোর্ট রায়ের ওপর৷ হাইকোর্টের রায় অনুযায়ী দ্রুত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে চলতি মাসেই স্কুল সার্ভিস কমিশনের দফতরের বাইরে রাতভর ধর্নায় বসেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ পরে পুলিশ মধ্যরাতে চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দেয়৷ এই নিয়ে শুরু হয় বিতর্ক৷ এবার সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই শুক্রবার প্রকাশ হতে চলেছে রায়৷
শুরুটা হয়েছিল সেই ২০১৫ সাল৷ ১৬ আগস্ট৷ গোটা রাজ্যবাপী টেট পরীক্ষা হয়েছিল শিক্ষক নিয়োগের জন্য৷ পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বিদ্যালয়ে শিক্ষক হওয়ার আশায় কয়েক লক্ষ বেকার চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসে ছিলেন৷ সেখানে প্রশিক্ষিত চাকরি প্রার্থী হিসেবে ১ লক্ষ ২০ হাজার ও অপ্রশিক্ষিত চাকরি প্রার্থী হিসেবে ২ লক্ষ ২৮ হাজার প্রার্থী, সব মিলিয়ে অন্তত ২ লক্ষ ২৮ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হন৷ সবকিছু ঠিকঠাকই চলছিল৷ কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনও ইতিবাচক পদক্ষেপ না দেখে রাস্তায় নেমেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ পুলিশের লাঠি, গ্রেপ্তারি, হেনস্থা, রাতভর ধর্না, গভীর রাতে পুলিশের তাণ্ডব, বিকাশ ভবন থেকে চাকরিপ্রার্থীদের তুলে দেওয়ার মতোর বিতর্কের পর ২০১৮ সালে চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷ ছন্দ পতন ঘটে, প্রশিক্ষিত পরীক্ষার্থীদের না ডেকে অপ্রক্ষিতদের স্কুল সার্ভিস কমিশন ডাকে যখন৷ প্রথমে ভেরিফিকেশন পর্বের পর ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই বারবার আইনি জটিলতা আসে এই টেট পরীক্ষা ঘিরে৷ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বহু চাকরিপ্রার্থী৷ পরে গতবছর নিয়োগের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট৷ দীর্ঘ শুনানির পর শুক্রবার রায় ঘোষণা করতে চলেছে হাইকোর্ট৷