লিপস অ্যান্ড বাউন্ডসের ১৬টি ফাইলের ফরেন্সিক রিপোর্ট তলব হাই কোর্টের, তারপরই হবে রায়

লিপস অ্যান্ড বাউন্ডসের ১৬টি ফাইলের ফরেন্সিক রিপোর্ট তলব হাই কোর্টের, তারপরই হবে রায়

hc

কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তল্লাশি চালানোর সময় ১৬টি ফাইল ডাউনলোড করেছে ইডি৷ সেই অভিযোগে মামলা হয়েছে  কলকাতা হাই কোর্টে। শনিবার হাই কোর্ট ওই ১৬টি ফাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়ে দিল। সেই রিপোর্ট হাতে আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কী ভাবে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল এল, ইডি-র কাছে তা জানতে চায় লালবাজার৷ ইডি-র তরফে জানানো হয়, মিথিলেশ কুমার মিশ্র নামে তাদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন কম্পিউটারে। সেই সময়ই ওই ফাইলগুলি ডাউনলোড হয়ে যায়।

এরপরই অভিষেকের আইনজীবী ইডি-র বিরুদ্ধে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল আজ৷ বিচারপতি বলেন, ওই ১৬টি ফাইলের ফরেন্সিক পরীক্ষা করতে হবে৷ তিনি জানান, মিথিলেশ মিশ্র এবং কলকাতা পুলিশের সাইবার শাখার অমিতাভ সরকারের উপস্থিতিতে ফাইলগুলির প্রতিলিপি করতে হবে। এবং সেগুলি কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাতে হবে। বিশেষজ্ঞরা সেগুলি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে দুই অফিসারকে। রিপোর্ট দেবে ইডিও৷ সবকটি রিপোর্ট খতিয়ে দেখার পরই মামলার রায় ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =