কলকাতা: ফের কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন! ‘‘রাজ্যে পঞ্চায়েত ভোট হচ্ছে কি? নির্বাচন কমিশনার পদে কি রাজীব সিনহা এখনও বহাল আছেন? আমি বুঝতে পারছি না কী হচ্ছে!” কমিশনের উদ্দেশে এদিন এমনই প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা৷ ৮১ আইএসএফ প্রার্থী মনোনয়ন বাতিল মামলায় আদালতের প্রশ্নের মুখে কমিশন। একসঙ্গে কীভাবে এত প্রার্থীর নাম বাতিল হল? বেলা দুটোর মধ্যে এ প্রসঙ্গে জবাব তলব করেছে হাই কোর্ট।
কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, যে সকল প্রার্থী অশান্তির আবহে মনোনয়ন জমা দিতে পারছেন না, তাঁদের এসকর্ট করে মনোনয়ন জমা করাবে পুলিশ৷ ওই প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিতে হবে। বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেওয়ার পর গত ১৫ জুন মনোনয়নপত্র জমা দেয় ভাঙড় ২ নম্বর ব্লকের ৮১ জন আইএসএফ প্রার্থী। স্ক্রুটিনিতেও ‘পাশ’ করে যান তাঁরা৷ আইএসএফ প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, গত ২০ জুন থেকে আইএসএফ প্রার্থীরা দেখতে পান কমিশনের ওয়েবসাইট থেকে তাঁদের নাম উধাও। ইচ্ছাকৃতভাবে তাঁদের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন তাঁরা। আদালতে আবার তৃণমূলের দাবি, তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।
আজ দুপুর দুটোয় মামলার শুনানি হবে। প্রথমার্ধ্বে মামলা শুনানির জন্য উঠলেও এজলাসে উপস্থিত হতে পারেননি কমিশনের আইনজীবী। তাইরের অর্ধে মামলার শুনানি হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>