সঙ্গতিবিহীন সম্পত্তি বৃদ্ধি, মমতার আত্মীয়দের বিরুদ্ধে মামলার জরুরি শুনানি খারিজ হাই কোর্টে

সঙ্গতিবিহীন সম্পত্তি বৃদ্ধি, মমতার আত্মীয়দের বিরুদ্ধে মামলার জরুরি শুনানি খারিজ হাই কোর্টে

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ মঙ্গলবার আদালতে এ ব্যাপারে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। কিন্তু, জরুরি ভিত্তিতে এই মামলা শুনতে রাজি হলেন না প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ৷ 

এই মামলাটি ৬৬০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে বলে এদিন আদালতে জানানো হয়৷ আবেদনকারী হাই কোর্টকে জানান, আয়কর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। তিনি বলেন, মামলাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি সংক্রান্ত মামলা। এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে যে হলফনামা চেয়েছিল, আয়কর দফতর তা দিয়েছে।

কিন্তু, তা সত্বেও আজ জরুরি ভিত্তিতে এই মামলার শুনিনি করতে চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ সাফ জানানো হয়, এই মামলা পরে শোনা যাবে। কারণ, তালিকায় এর চেয়েও জরুরি বিষয় রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল৷ তাতে বলা হয়েছিল,২০১৩ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পাঁচ ভাই ও তাঁদের পরিবারের সম্পত্তি বহুলাংশে বৃদ্ধ পেয়েছে৷  আবেদনকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ২ বছররে মধ্যেই তাঁদের সম্পত্তি ফুলেফেঁপে উঠেছে৷

মুখ্যমন্ত্রী অবশ্য এর আগে প্রকাশ্য জনসভা থেকে বলেছিলেন, তাঁর সঙ্গে পরিবারের কোনও আর্থিক সম্পর্ক নেই। উৎসবে পার্বণে আর পাঁচটা পরিবার যেমন একসঙ্গে মিলিত হয়, তেমন তাঁরাও মিলিত হন। এর বাইরে আর কিছু নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =