‘অনুমতি না থাকা সত্ত্বেও কি ভাবে পুজো?’ পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

‘অনুমতি না থাকা সত্ত্বেও কি ভাবে পুজো?’ পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

Judge Criticizes

কলকাতা: অনুমতি নেই৷ তাহলে কী ভাবে পুজো? দুর্গাপুজোর অনুমতি নিয়ে কলকাতা হাই কোর্টে ভর্ৎসনার মুখে পুলিশ প্রশাসন। বেআইনি জানার পরেও কী ভাবে পুজো হতে দিচ্ছে পুলিশ, প্রশ্ন উঠল এজলাসে৷ একটি নতুন দুর্গাপুজোর অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। সেই মামলাতেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ (Judge Criticizes )

পুজো প্রায় দোড়গোড়ায়৷ অথচ এখনও বেশ কিছু দুর্গাপুজোর অনুমতি মেলেনি৷ এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় পুজো সংগঠনগুলি। এই বছর থেকেই পুজো শুরু করার ইচ্ছা প্রকাশ করে হাই কোর্টের দ্বারস্থ হন হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। তাদের অভিযোগ, পুলিশ তাদের অনুমতি দেয়নি। তাঁদের আর্জি, সিআইটি রোড রামলীলা ময়দানে তাদের দুর্গা পুজো করতে দেওয়া হোক। পুলিশ অনুমতি না দেওয়ায় হাই কোর্টে মামলা হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে রাজ্য জানায়, ২০০৪ সালের হাই কোর্টের দেওয়া গাইড লাইন অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া সম্ভব নয়। সেই সওয়াল অনুযায়ী সিঙ্গল বেঞ্চ আবেদন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় হিন্দু সেবা দল।

মামলাটি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে উঠলে মামলাকারী পক্ষের আইনজীবী রাজ্যের দলিলকে চ্যালেঞ্জ জানায়৷ তিনি তথ্য তুলে দেখান, রাজ্য বলছে তারা নতুন কোনও পুজোর অনুমতি দেয়নি, কিন্তু বেশ কিছু নতুন পুজো শহরে শুরু হয়েছে। তখন রাজ্যের যুক্তি, নতুন পুজো শুরু হলেও তা বিনা অনুমতিতেই হয়েছে। এই বক্তব্য শোনার পর বিরক্ত প্রকাশ করে আদালত৷ বেআইনি ভাবে পুজো চলছে জেনার পরেও কেন পদক্ষেপ করা হচ্ছে না, প্রশ্ন তোলেন বিচারপতি। আদালত বলে, ‘অনুমতি না থাকলে কি করে পুজো হচ্ছে? পুলিশ কেন বন্ধ করছে না। যখন তারা জানে এইগুলো বেআইনি পুজো!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =