Court
কলকাতা: তিন মাস আগে নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু, এখনও সেই নির্দেশ কার্যকর করেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি। আদালতের নির্দেশ অমান্য করায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করলেন কলতাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার উচ্চ আদালতে ছিল এই মামলার শুনানি৷ সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, তিন মাস আগে নির্দেশ দেওয়া হয়েছিল৷ এতদিনেও সেই নির্দেশ কার্যকর করতে পারলেন না ডেপুটি সেক্রেটারি। তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। বা তাঁর বিরুদ্ধে অন্য পদক্ষেপও করা উচিত। (Court)
এই মামলায় বিচারপতির সাফ নির্দেশ, নিজের পকেট থেকেই জরিমানার অর্থ দিতে হবে ডেপুটি সেক্রেটারিকে। ২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল ছিল। পরে আদালত ওই ছ’টি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের নম্বর দেওয়া কথা বলেন৷ কিন্তু, সেই নির্দেশ মানা হয়নি৷ এক পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান যে, তাঁকে প্রাপ্য ওই ছ’নম্বর দেওয়া হয়নি। ওই প্রার্থী আরও জানান, ওই ছয় নম্বর পেলে তিনি টেট উত্তীর্ণ হতে পারবেন৷
আদালত ওই পরীক্ষার্থীর নথি যাচাই করে তাঁকে ভুল প্রশ্নের নিরিখে ওই নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কাজটি শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয় পর্ষদকে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়নি৷ আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি৷ শুক্রবার এই মামলার শুনানিতে, আদালতের নির্দেশ কার্যকর না করার জন্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷